ভিড় একেবারে উপচে পড়ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি। শীতের ছুটি কাটাতে বহু পর্যটক গিয়েছেন শিলিগুড়িতে, দার্জিলিংয়ে। আর এবার শিলিগুড়িতে বেড়াতে গেলে অনেকেরই গন্তব্য হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি। সেক্ষেত্রে এই শীতের মরসুমে বিরাট ভিড় হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। একেবারে উপচে পড়া ভিড়। তবে সাধারণত সোমবার করে সাপ্তাহিক ছুটি থাকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। কিন্তু বহু পর্যটক না জেনে বেঙ্গল সাফারিতে গিয়ে ফিরে আসছেন। সেক্ষেত্রে এবার পর্যটকদের সুবিধার জন্য সোমবার করে বেঙ্গল সাফারি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।
বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ জানিয়েছে, মরশুমি পর্যটকদের সংখ্য়া ক্রমশ বাড়ছে। তাঁদের চাহিদা পূরণের জন্য এবার প্রত্যেক সোমবার নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক, বেঙ্গল সাফারি শিলিগুড়ি খোলা থাকবে। কোন সোমবারগুলিতে এই বেঙ্গল সাফারি খোলা থাকবে তারও তালিকা বলে দেওয়া হয়েছে।
২৩শে ডিসেম্বর ও ৩০শে ডিসেম্বর এই দুদিন খোলা ছিল বেঙ্গল সাফারি। এরপর ৬ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ২০শে জানুয়ারি, ২৭শে জানুয়ারি বেঙ্গল সাফারি পার্ক খোলা থাকবে। সেক্ষেত্রে যাদের বেড়ানোর প্ল্যানের মধ্য়ে বেঙ্গল সাফারি থাকছে তাঁরা অন্তত জানুয়ারি মাসে সোমবার করেও বেঙ্গল সাফারি পার্ক খোলা পাবেন। আর ফিরে আসতে হবে না।
এদিকে রবিবার করেও খোলা থাকে বেঙ্গল সাফারি। সেক্ষেত্রে যাঁরা এতদিনের সাপ্তাহিক ছুটির দিনে বেঙ্গল সাফারিতে যাবেন তাঁদেরও কোনও সমস্যা হবে না। আর সেই সঙ্গেই এবার নতুন বছরের প্রথম মাসে সোমবার করেও খোলা থাকবে বেঙ্গল সাফারি।
এদিকে রবিবার বেঙ্গল সাফারিতে প্রচুর ভিড় হয়েছিল। সাড়ে ৬ হাজারের বেশি মানুষ বেঙ্গল সাফারিতে এসেছিলেন বলে খবর। সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। বেঙ্গল সাফারি পার্কে দর্শনার্থীর সংখ্য়া যত বাড়ছে রোজগারও বাড়ছে তত। কেবলমাত্র উৎসবের দিনগুলোতেই নয়, শীতকাল জুড়ে ব্যপক ভিড় হচ্ছে বেঙ্গল সাফারিতে। তবে বেঙ্গল সাফারিতে কবে থেকে লায়ন সাফারি শুরু হবে সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।
এখানে বিভিন্ন জন্তু দেখার পাশাপাশি নানা ধরনের অ্য়াডেভেঞ্চার স্পোর্টসের আয়োজনও রয়েছে। সাফারিতে দেখতে পাওয়া যায় নানা ধরনের জন্তু। একেবারে অন্যরকম। ঠিক চিড়িয়াখানার মতো নয়। চোখের সামনে বাঘা মামা। একেবারে অন্য়রকম অনুভূতি হবে আপনারও। সেক্ষেত্রে এবার উত্তরবঙ্গে বেড়াতে গেলে ঘুরে আসতেই পারেন বেঙ্গল সাফারি। বেশ ভালো লাগবে পরিবার নিয়ে।