SSCর নিয়োগ দুর্নীতি মামলার সুপ্রিম কোর্টে শুনানির আগে যোগ্য প্রার্থীদের চাকরির বৈধতা নিশ্চিত করার পক্ষে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধাননগরে SSCর সদর দফতের গিয়ে সংস্থার সচিবের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে বেরিয়ে শুভেন্দুবাবু দাবি করেন, মন্ত্রিসভার বৈঠকে শূন্যপদ তৈরির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন ৫,৮৮০ জন বেআইনিভাবে চাকরি পেয়েছে। তাদের শনাক্ত করে আদালতকে জানাক SSC.
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২২ সালের ৫ জুন ৫,৮৮০ অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত আজকের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকড়জি আটকে দিয়েছিলেন বলে ওই পদ সৃষ্টি করা যায়নি। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়নি। তাহলে মুখ্যমন্ত্রী জানতেন ৫,৮৮০ জনের বেআইনি চাকরি হয়েছে। ধরে নিন প্রায় ৬ হাজার সাদা খাতা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। তৃণমূলের সাংসদ - বিধায়ক - জেলাসভাপতির আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছে। ২৬ হাজার থেকে ৬ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে প্রায় ১৯ হাজারের বেশি প্রার্থী যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে। এদের চাকরি কেন যাবে? ২০১৬ সাল থেকে চাকরি করার পরে তাদের কেন ১০ শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে হবে?’
শুভেন্দুবাবুর দাবি, SSC যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে উপযুক্ত পদক্ষেপ না করলে ৭ জানুয়ারি শুনানির পর পথে নামবে বিজেপি।