৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গে NRCর দাবি তুললেন শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
রাজ্য তথা দেশজুড়ে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অনুপ্রবেশের পর পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বাংলাদেশিরা ভারতীয় নথি বানিয়ে ফেলতে বলেও অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আরও পোক্ত করতে এবার প্রমাণ পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বসবাসকারী ৩ জনের ছবি প্রকাশ করে দাবি করলেন তারা বাংলাদেশের নাগরিক। এব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
তৃণমূলের সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজসের অভিযোগ নতুন নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারকে বাংলাদেশি বলে চিহ্নিত করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তার আগে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তিনি। এরই মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের ভারতীয় নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিরোধীদের দাবি, ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো নথি তৈরি করে নাগরিকত্ব পেয়েছেন তিনি। ভারতের নাগরিকত্ব পেতে বদলে ফেলেছেন নিজের ও বাবার নাম। এসবের মধ্যেই আরও ৩ জনকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করে টুইট করলেন শুভেন্দু।
শুভেন্দুবাবুর টুইট অনুসারে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ওবাইদুল হুজুর আসলে বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙা উপজেলার বাসিন্দা। তিনি চরমপন্থী সংগঠনের সঙ্গেও যুক্ত। এছাড়া খুরশেদ মণ্ডলের ছেলে রাজু মণ্ডল দাবি করে এক যুবকের ছবি পোস্ট করেছেন শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা এই যুবক বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা। এই যুবক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রসদ সরবরাহ করেন বলে অভিযোগ করেছেন শুভেন্দুবাবু।
এছাড়া শেখ নুরু বলে এক যুবকের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে যুবককে তৃণমূলের উত্তরীয় গলায় পরা অবস্থায় দেখা যায়। ওই যুবক পূর্ব মেদিনীপুরে দেশপ্রাণ ব্লকের বাসিন্দা হলেও তার বাড়িও বাংলাদেশে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। সেও সমস্ত রকম অপকর্মের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তিনি।
শুভেন্দুবাবু লিখেছেন, পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের হাবে পরিণত হয়েছে। তারা সমাজের একাংশের সহযোগিতায় সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছে। পুলিশও তাদের ধরতে আগ্রহী নয়। রাজ্যের শাসকদল ভোটে কারচুপি করতে তাদের সম্পদ হিসাবে ব্যবহার করে।
একই সঙ্গে রাজ্যে NRC করার দাবি তুলেছেন শুভেন্দুবাবু। তিনি লিখেছেন, এই সব আগাছাকে বাছাই করে তুলে ফেলতে হবে। কারণ এরা পরজীবীর মতো পশ্চিমবঙ্গে ও ভারতীয়দের রসদ চুষছে।