• লালনের দর্শনে সম্প্রীতির ডাক
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকালের প্রতিবেদন: ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ ও হানাহানি রুখতে হাতিয়ার হওয়া উচিত লালন শাহ। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই লালনের প্রতি তাঁর শ্রদ্ধা ব্যক্ত করেছিলেন। মঙ্গলবার বারাসতে বঙ্গীয় সুফি ফকির সাই সমাজের অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই বিষয়ে আলোকপাত করেন। এদিনই প্রকাশিত হয় বঙ্গীয় সুফি ফকির সাঁই সমাজের ষান্মাসিক পত্রিকা ‘আরশিনগর’। 

    মহম্মদ কাশেম মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, ডাক্তার রউফ মোল্লা, আব্দুল কাদের শাহ, সুবিদ আলি মোল্লা-সহ অনেকেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউল ফকিররা উপস্থিত হয়েছিলেন লালনের মাহাত্ম প্রচারে। সকলেই হিংসা বিভেদ বন্ধে লালনের আদর্শ ও তাঁর গানকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ডাক দেন। মানবসমাজের সম্প্রীতি রক্ষায় লালন শাহের পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুল চর্চার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে। উদ্যোক্তারা জানান, তাঁরা নিয়মিত প্রকাশ করবেন 'আরশিনগর'। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করলেন বিভিন্ন জায়গা থেকে আসা বিশিষ্ট বাউল শিল্পীরা। 
  • Link to this news (আজকাল)