• ভোরের কুয়াশায় নিয়ন্ত্রণ হারালেন চালক, পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে আহত একাধিক যাত্রী
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে পিকনিক যাওয়ার পথে বাস উল্টে পড়ল নয়ানজুলিতে। আহত বাসে থাকা বেশ কয়েকজন পিকনিক যাত্রী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায়। ওই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে বেসরকারি বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুণ্ডীবাড়ি থানার পুলিশ। কীভাবে পথ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে কুয়াশার জেরে রাস্তা দেখা যায় না। এমতবস্থায় গান বাজাতে বাজাতে যাচ্ছিল একটি পিকনিকের গাড়ি। ওই পিকনিকের বাস কোচবিহার ২ নং ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র একটি নয়ানজুলিতে পড়ে যায়। কিছু মানুষ একসঙ্গে চিৎকার করে ওঠেন। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন,  গাড়িটি প্রায় নয়ানজুলিতে ডুবে রয়েছে। পরে স্থানীয়রা গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বাসের এক আহত এক পিকনিক যাত্রী জানান, কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারী অঞ্চলের ধর্মেরবাজার থেকে গরুবাতানের উদ্দেশে রওনা দিয়েছিল পিকনিকের বাসটি। কিন্তু হঠাৎ করে বাসটি  মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুড়া এলাকায় একটি নয়ানজুলিতে পড়ে যায়। রাস্তায় বেশ কুয়াশা ছিল। তার জেরেই সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারান।
  • Link to this news (আজকাল)