• নতুন বছরের শুরুতেই শহরে ফিরল শীতের আমেজ, ফেস্টিভ মুডে বাঙালি
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া জোরালো হতেই গতকাল, মঙ্গলবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা ফিরেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আজ, বুধবার থেকে কলকাতাসহ অনেক জেলাতেই শীতের মাত্রা আরও কিছুটা বাড়বে। আর এদিন সকাল হতেই দেখা গেল শহরে ফিরেছে শীতের আমেজ। ইংরেজি নববর্ষের শুরুতেই শীত উপভোগ করছেন শহর থেকে জেলাবাসী। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে আজ, বুধবার সকালে শহরের আকাশে হাল্কা কুয়াশা ছিল। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। এদিন পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নীচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কালিম্পংয়ের তুলনায় কম। এদিন কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় পুরুলিয়ায় আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 
  • Link to this news (বর্তমান)