• নতুন বছরে একলাফে ৩ ডিগ্রি কমল তাপমাত্রা, শীতের এই আমেজ কতদিন...
    ২৪ ঘন্টা | ০১ জানুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: শীত ফিরল বঙ্গে। ১৭ থেকে একলাফে ১৪ এর ঘরে কলকাতার পারদ। ১,২,৩ জানুয়ারি জমিয়ে শীত। জাঁকিয়ে না হলেও বেশ জমাট শীতের আমেজ। ৪ তারিখ শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা। ঊর্ধ্বমুখী পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের সামান্য নামবে পারদ। পৌষ সংক্রান্তি পর্যন্ত মিলবে হালকা শীতের পরশ। হুড়মুড়িয়ে নামল দিনের তাপমাত্রাও। কলকাতায় ২৬ থেকে একলাফে দিনের পারদ নামল ২২ এর ঘরে। অন্তত ৭২ ঘণ্টা জমিয়ে শীত কলকাতা সহ গোটা রাজ্যে।

    পশ্চিমাঞ্চলে ফের ভেলকি পারদের। ৭ থেকে ৮ এর ঘরে পারদ। শুক্র শনিবার পর্যন্ত জমিয়ে শীত বহাল।  

    উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকবে বেশিরভাগ এলাকায় কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে আগামী দু-তিন দিন। পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলায় কুয়াশা সম্ভাবনা বেশি।

    শীতের এই ইনিংসের মেয়াদ শনিবার পর্যন্ত। তারপর  পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। সপ্তাহের শেষে তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে।

    কলকাতা

    রাতের তাপমাত্রায় ৩ ডিগ্রি পতন। দিনের তাপমাত্রায় ৪ ডিগ্রি পতন। দিনে রাতে অবাধে কনকনে উত্তুরে হাওয়া। আরো অন্তত ৭২ ঘণ্টা শীতের এই আমেজ বহাল।

    পরিসংখ্যান

    রাতের তাপমাত্রা ১৭.৩ থেকে একলাফে ১৪.২ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৬.২ থেকে একধাক্কায় ২২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ।

  • Link to this news (২৪ ঘন্টা)