• ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ, বাগুইআটি থেকে গ্রেপ্তার যুবক
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৫
  • খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। এবার প্রাক্তন সহপাঠীকে ধর্ষণে গ্রেপ্তার করা হল শহরের নামজাদা স্কুলের এক ছাত্রকে। বাগুইআটির বাড়ি থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ।

    অভিযোগকারী তরুণী একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন। তিনি গড়ফারই বাসিন্দা। এক সঙ্গে শহরের এক নামকরা স্কুলে পড়তেন তাঁরা। ওই তরুণী বয়সেও ওই ছাত্রের থেকে কিছুটা বড়। মাঝে তাঁদের কোনও যোগাযোগ ছিল না।

    সম্প্রতি ফের দুই বন্ধুর মধ্যে যোগাযোগ হয়। অভিযোগ, গত ২১ তারিখ তাঁরা এক বন্ধুর গড়ফার ফ্ল্যাটে যায়। সেখানে ফাঁকা ফ্ল্যাটে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গড়ফা থানায় অভিযোগ জানান ওই তরুণী। পুলিশে জানান, ওই তরুণী মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন, অভিযোগ জানাতে পারেননি।

    অভিযোগ, গত ২১ তারিখ তাঁরা এক বন্ধুর গড়ফার ফ্ল্যাটে যায়। সেখানে ফাঁকা ফ্ল্যাটে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গড়ফা থানায় অভিযোগ জানান ওই তরুণী। পুলিশে জানান, ওই তরুণী মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন, অভিযোগ জানাতে পারেননি। ৩১ তারিখ রাতেই মেডিক্যাল পরীক্ষা করানো হয় ওই তরুণীর। বুধবার আলিপুর আদালতে তোলা হবে তাকে।

  • Link to this news (এই সময়)