নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ দীর্ঘ দিন ধরেই অসুস্থ। জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন। অসুস্থতার কারণে একাধিক বার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি। সিবিআই তাঁকে হেফাজতে নিতে চাইলেও গরহাজিরার জেরে সেই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল বার বার। পরে ইডির মামলায় চার্জ গঠনের সময়ে তিনি আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন। কিন্তু সোমবার সকালে আবার অসুস্থ হয়ে পড়েন ‘কাকু’। জেল সূত্রে খবর, সোমবার সকালে হঠাৎই সংজ্ঞা হারান তিনি। এর পরেই তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
পরে সুজয়কৃষ্ণের আইনজীবী তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য আদালতে আবেদন জানান। বিচার ভবন থেকে সেই আবেদন মঞ্জুর হওয়ায় সোমবার সন্ধ্যাতেই এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত ওই বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ‘কালীঘাটের কাকু’।
বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। সোমবারও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হয়নি সে দিন। বৃহস্পতিবার এই সংক্রান্ত পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা কেমন রয়েছে, সে বিষয়ে আদালতে একটি রিপোর্টও জমা দেওয়ার কথা রয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।