১৯৯৮ সালের ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। বাংলায় দীর্ঘদিন বামেদের বিরুদ্ধে লড়াই করে, ৩৪ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসে তারা। ২০১৬ ও ২০২১ সালেও ব্যাপক জনমত নিয়ে বাংলার মসনদে তারা।
এ দিন দলের প্রতিষ্ঠা দিবসে সেই লড়াইয়ের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রোশনি চান্দ সে হোতি হ্যয়, সিতারো সে নেহি। মোহাব্বত তৃণমূল কংগ্রেস সে হোতি হ্যয়, অউর কিসি সে নেহি। আজকের দিনে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই। দু দশকের এই সময়ে প্রতিটা প্রতিবাদ, প্রত্যেক জয় এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে: রাজনীতি ক্ষমতার নয় বরং তা পরিষেবার।’
অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রাজ্য তথা দেশবাসীর স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন।’