• বছরের প্রথম দিনই দিঘায় শোরগোল, হোটেলে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৫
  • দিঘার হোটেলে পর্যটকের দেহ উদ্ধার। নতুন বছরের প্রথম দিনই হইচই সৈকত শহরে। হোটেলের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই তরুণীর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রীতি কউর (১৯)। তাঁর বাড়ি আসানসোলে। স্বামীর সঙ্গে সোমবার দিঘায় আসেন তিনি। বুধবার হোটেলের কর্মীরাই রুমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। পুলিসের প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরেই প্রীতি আত্মঘাতী হয়েছেন। যদিও সে বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু জানায়নি। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

    জানা গিয়েছে, সোমবার আসনসোলের হিরাপুরের প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতি কউরের সঙ্গে দিঘায় এসেছিলেন। নিউ দিঘায় হোটেল নেন তাঁরা। সূত্রের খবর, মঙ্গলবারই ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু থেকে যান। রাতেও স্বাভাবিক ছিলেন তাঁরা। আচরণে কোনও অস্বাভাবিক কিছু দেখেননি হোটেল কর্মীরা।

    এর পরই বুধবার সকালে এক হোটেল কর্মী রুমে যান সাফাইয়ের জন্য। দরজা খোলাই ছিল। প্রীতির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় প্রীতম বাইরে ছিলেন।

    স্বামী-স্ত্রীর মধ্যে কোনওরকম ঝামেলা হওয়ায় এই ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রীতমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দিঘা থানার পুলিশ। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যার। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

  • Link to this news (এই সময়)