• মুখে চকোলেট বোম ভরে সলতেয় আগুন, বর্ষবরণের রাতের ঘটনায় অবাক পুলিশ ...
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণের রাতে সিউড়ি শহরের কলেজপাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুপ্রিয় দাস (৩০) নামে ওই যুবক মুখে চকোলেট বোম ফাটিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁদের প্রাথমিক অনুমান।

    পরিবারের দাবি, যুবকের মৃত্যু হয়েছে হেডফোন বা পাশে থাকা পাওয়ার ব্যাঙ্কের বিস্ফোরণের কারণে। কিন্তু পুলিশ জানিয়েছে, হসপিটালে নেওয়ার পর মৃতদেহের মুখের ভেতর থেকে চকোলেট বোমের অংশ পাওয়া গিয়েছে। যা তাঁর আত্মহত্যার ধারণাকে জোরদার করছে। যদিও পরিবার এবং পুলিশের দাবির মধ্যে এই অসঙ্গতি ঘটনাকে আরও জটিল করে তুলেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বর্ষবরণের রাতে মুখে চকোলেট বোম ফাটিয়ে এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শহরবাসীও হতবাক।

    পুলিশ জানিয়েছে, যুবকের মানসিক অবস্থা এবং মৃত্যুর নেপথ্যে কারণগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের দাবিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছে না কোনও পক্ষ। তবে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা এবং পারিপার্শ্বিক কারণ রোধের উপর জোর দিচ্ছেন স্থানীয়রা।
  • Link to this news (আজকাল)