• অনুব্রত নয়, মিলনমেলায় রাজমুকুট উঠলো কাজল শেখের মাথায় 
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দলের প্রতিষ্ঠা দিবসে বীরভূমে 'রাজমুকুট' উঠল তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ-এর মাথায়। বুধবার নানুর মিলনমেলায়। যেখানে একসময় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর মাথায় উঠত মুকুট। এদিন তিনি অনুপস্থিত ছিলেন। 

    জানা গিয়েছে, প্রতিবছর প্রতিষ্ঠা দিবসে আয়োজিত হয় মিলনমেলা। সেই মেলায় নানুরের থুপসারা অঞ্চলের তৃণমূল নেতা-কর্মীরা অনুব্রতকে দিতেন বিশেষ উপহার। তার মধ্যে কখনও থাকতো রুপোর তৈরি মমতা ব্যানার্জির মূর্তি আবার কখনও রুপোর মুকুট। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁর অনুপস্থিতিতেও আয়োজন করা হত মেলার।‌ ধীরে ধীরে কাজল শেখ মেলার রাস ধরে নেন। জামিনে জেলমুক্তির পর ফিরে এলেও এদিন মিলনমেলায় উপস্থিত থাকতে পারেননি অনুব্রত। কিন্তু সেই পুরনো ধাঁচেই অনুব্রতর মতো কাজলের মাথায় মুকুট পরিয়ে দেন থুপসারার তৃণমূল কর্মীরা। জানা গিয়েছে, মুকুটের ওজন ৫ কেজি এবং মূল্য ৪ লক্ষ ৫২ হাজার টাকা। 

    এই মিলনমেলা অন্যান্য বছর ১০ দিন ধরে হলেও এবার হবে সাতদিন। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরা হবে।
  • Link to this news (আজকাল)