হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র, শুনানিতে হাজির থাকতে পারবেন?
আজ তক | ০১ জানুয়ারি ২০২৫
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বুকে ব্যথা হওয়ায় কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে। ফলে আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলায় জেলবন্দি চিন্ময় কৃষ্ণের শুনানিতে শারীরিক অসুস্থতার কারণে কোর্টে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
বর্ষবরণের সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হয় রবীন্দ্র ঘোষের। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আইনজীবীর। সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণেই ভারতে এসেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবী অষ্টআশি বছরের রবীন্দ্র ঘোষ। উঠে ছিলেন ব্যারাকপুরে ছেলের বাড়িতে। চিন্ময়কৃষ্ণর হয়ে সওয়াল করতে গিয়ে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছিল তাঁকে। বর্ষীয়ান আইনজীবী ভারতে এসে অভিযোগ করেন, চট্টগ্রাম এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো ! রীতিমতো আঘাত পেতে হয় তাঁকে। তাই চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন। ফিরে গিয়ে ফের সওয়াল করবেন সন্ন্যাসীর হয়ে।
বাংলাদেশে দেশদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছিল ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। পতাকা অবমাননার মামলায় অভিযুক্ত করা হয়েছিল তাঁকে। প্রায় দেড় মাস ধরে চিন্ময় কৃষ্ণকে জেলবন্দি করে রেখেছে বাংলাদেশ সরকার। সূত্রের খবর, বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। চট্টগ্রাম আদালতে শারীরিক হেনস্তার শিকার হতে হয় রবীন্দ্র ঘোষকে। যার ফলে তিনি গুরুতর অসুস্থ বোধ করেন। কার্যত ভারতে আসেন তাঁর শারীরিক চিকিৎসা করানোর জন্যে। জানা গিয়েছে, ব্যারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়ি। সেখানেই এসে ওঠেন তিনি।
কলকাতায় চিকিৎসা করার পর বাংলাদেশ ফিরে গিয়ে চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়বেন রবীন্দ্র ঘোষ। এমনই জানিয়েছিলেন তিনি। আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি রয়েছে। তার আগেই আইনজীবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাই চিন্ময় প্রভুর মামলার শুনানিতে রবীন্দ্র ঘোষ আদেও উপস্থিত থাকতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে ।