• ফ্ল্যাটে ডেকে মদ্যপান করিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গড়ফায় চাঞ্চল্য
    আজ তক | ০১ জানুয়ারি ২০২৫
  • গড়ফায় ফ্ল্যাটে ডেকে মদ্যপান করিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। সেন্ট জেভিয়ার্স কলেজের ওই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সৃঞ্জয় দাশগুপ্ত। ঘটনাটি গত ২১ ডিসেম্বরের, তবে মঙ্গলবার বর্ষবরণের রাতে গরফা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। এরপরেই বাগুইআটি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

    জানা গিয়েছে, কলকাতাতেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন ওই তরুণী। পার্ক স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েন সৃঞ্জয়। একই স্কুলে পড়াশোনা করার কারণে সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের যোগাযোগ ও কথাবার্তা শুরু হয়। কিছুদিন আগে কসবার একটি শপিংমলে তাঁরা দেখাও করেন। গত ২১ ডিসেম্বর অন্য এক বন্ধুর ফ্ল্যাটে তরুণীকে ডেকে পাঠায় সৃঞ্জয়। অভিযোগ, সেখানে প্রথমে মদ্যপান করানো হয় তরুণীকে। এরপর তিনি আচ্ছন্ন হয়ে পড়লে ধর্ষণ করে সৃঞ্জয়। জ্ঞান ফিরলে রাতেই নিজের বাড়িতে ফিরে আসেন তরুণী।

    তবে, মঙ্গলবার রাতে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, মাদক খাইয়ে ধর্ষণ করেছে সৃঞ্জয়। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ও ১২৩ ধারায় মামলা রুজু করে গরফা থানার পুলিশ। এরপরই বাগুইআটিতে অভিযুক্ত সৃঞ্জয়ের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আলিপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হতে পারে।

    জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই তরুণীর মেডিক্যাল টেস্ট করিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাদর সহ বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তের সেই বন্ধুকেও জেরা করা হচ্ছে। জানা গিয়েছে, তরুণীর সঙ্গে সময় কাটানোর জন্য তাঁর থেকে ফ্ল্যাটের চাবি নিয়েছিল সৃঞ্জয়।
  • Link to this news (আজ তক)