• পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত বহু
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কোচবিহার: নতুন বছরের প্রথম দিনই বাসদুর্ঘটনা। পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। আজ, বুধবার সকালে কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কালপানিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। আপাতত তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

    জানা গিয়েছে, এদিন সকালে বাসটি কোচবিহারের মোয়ামারি থেকে গোরুবাথানের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ৪ নম্বর কালপানির কাছে একটি কালভার্ট পার হওয়ার সময় বাসটি আচমকাই উল্টে যায়। স্কুল পড়ুয়া-সহ বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন আশপাশের স্থানীয় মানুষজন। কোনও মতে তাঁরা যাত্রীদের সেখান থেকে উদ্ধার করেন। আহতদের কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।
  • Link to this news (বর্তমান)