• উত্তরপাড়ায় মাখলা অটো স্ট্যান্ডে ধুন্ধুমার! পঞ্চায়েত সদস্য সহ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হুগলি: বর্ষবরণের রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হুগলির ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর ও মাখলার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা যুব তৃণমূলের কর্মী শঙ্খদ্বীপ মণ্ডল। তাঁরা দু’জন ছাড়াও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন তৃণমূল কর্মী। এই বিষয়ে যুব তৃণমূল নেতা শঙ্খদ্বীপ জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে হুগলির উত্তরপাড়ায় মাখলা অটো স্ট্যান্ডের কাছে একটি বচসায় জড়িয়ে পড়েন পঞ্চায়েত সদস্য পার্থবাবু। সেই বচসার খবর পেয়ে শঙ্খদ্বীপ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন পার্থবাবুকে ঘিরে রেখে মারধর করছেন কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তাঁকে বাঁচাতে গেলে ওই দুষ্কৃতীরা শঙ্খদ্বীপবাবু-সহ ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ব্যাপক মারধরের জেরে মাথা ফেটে যায় পঞ্চায়েত সদস্য পার্থ নস্করের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পার্থ ও শঙ্খদ্বীপবাবু-সহ জখম তৃণমূল কর্মীদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে তাঁদের স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, পঞ্চায়েত সদস্য পার্থবাবুর আঘাত গুরুতর। তাই তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। পুলিস ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় যুব তৃণমূল নেতা শঙ্খদ্বীপ জানিয়েছেন, হামলাকারীরা কেউই স্থানীয় বাসিন্দা নন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)