এটি খুন, নাকি আত্মহত্যার ঘটনা, সেই নিয়ে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম প্রীতি কর। বয়স ১৯ বছর। স্বামীর নাম প্রীতম ঠাকুর। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান হিরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতি করকে নিয়ে নিউ দিঘার এক হোটেলে উঠেছিলেন। মাত্র মাসছয়েক আগে তাঁদের বিয়ে হয়েছে। রাত আড়াইটের সময়ে এই দম্পতির রুম থেকে চিৎকার শুনে হোটেলকর্মীরা ছুটে যান সেখানে। গিয়ে দেখেন প্রীতিদেবী অচৈতন্য অবস্থায় খাটের উপর পড়ে রয়েছেন। তাঁকে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান হোটেলকর্মীরাই। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে দিঘা থানায় আনা হয়েছে। মাত্র ছ'মাস আগে বিয়ে! তারপরে হঠাৎ এমন ঘটনা ঘটল। কেন ঘটল? কী ভাবে ঘটল? এখন সেই রহস্য উদ্ধারের চেষ্টাই করছে পুলিস। প্রীতমের একটি সেলুন রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাবার কাছে খবরও পাঠিয়েছে দিঘা থানার পুলিস।
সম্প্রতি বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে দিঘায় নানা ব্যবস্থা গ্রহণের কথা জানা গিয়েছিল। দিঘায় বেড়াতে এসে বাড়তি ভাড়া দেওয়া ইত্যাদি-সহ যে নানা অসুবিধার সম্মুখীন হন পর্যটকেরা, সেগুলি এবার দূর করা হবে। মন্দারমনি জুড়ে হোটেলগুলি নিয়ে বিস্তর টানাপড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলিতে পর্যটকদের ভিড় দিঘাতেই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দিঘা প্রশাসন আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছিল বলে জানা গিয়েছিল। থার্টিফার্স্ট ডিসেম্বর মানেই, পর্যটকদের কাছে কাছেপিঠের ডেস্টিনেশন দিঘার আকর্ষণ তুঙ্গে। এবার সেটা আরও অনেক বেশি। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। দিঘায় প্রায় সমস্ত হোটেলের বুকিং শেষের দিকে ছিল। দিঘা জুড়ে মঙ্গলের রাতে ছিল বর্ষবিদায়ের নানা অনুষ্ঠান। আজ, ১ জানুয়ারি রয়েছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। আর তারই মধ্যে এই অঘটন।