অবিকল মহম্মদ রফি যেন! তাঁর গলায় গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন করেন মালব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েতের চুইয়া বস্তির বাসিন্দা তথা টোটো চালক মুজাফফর মহম্মদ। ছোটবেলা থেকেই তিনি বলিউডের এই বিখ্যাত গায়কের ফ্যান ছিলেন। তাঁর গান মুজফফর এতটাই পছন্দ করতেন যে, তিনি মহম্মদ রফির গানেই বই কিনে এনে বাড়িতে গানের তালিম নিতেন। একটা সময় এই বিখ্যাত গায়কের গান গেয়েই সংসার চালাতেন ৫৫ বছর বয়সি এই টোটোচালক। নেশার পাশাপাশি একপ্রকার গানই তাঁর পেশা হয়ে গিয়েছিল। বর্তমানে তিনি টোটো চালান। টোটো চালালেও তিনি সেই গানের নেশা থেকে সরে আসেননি। উলটে টোটোর মধ্যে মাইক লাগিয়ে টোটো চালাতে-চালাতেই মহম্মদ রফির নানা হিট গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন করেন।
তবে তাঁর আসল নাম মুজফফর মহম্মদ হলেও, এই নামে তাঁকে কেউই চেনেন না। 'মহম্মদ রফি' নামেই তাঁকে চেনে সকলে। নতুন বছরে যাত্রীদের গান শোনানোর পাশাপাশি বিনে পয়সায় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁচ্ছে দিচ্ছেন তিনি। এতে খুশি যাত্রীরাও। 'মুজফফর মহম্মদ রফি' জানিয়েছেন, তাঁর পরিবারে ছয়জন রয়েছে। টোটো চালিয়ে কোনও ভাবে সংসার চালান।
আগাগোড়াই তিনি মহম্মদ রফির গান গেয়ে যাত্রীদের আকর্ষণ করেন। সকালে উঠে মোড়ের মাথায় গিয়ে নিজের টোটোর সামনে দাঁড়িয়ে মহম্মদ রফির গলায় গান গাওয়া শুরু করেন তিনি। তাঁর গানেই এলাকাবাসী বুঝে যান যে, মুজাফফর মহম্মদ টোটো চালানোর জন্য বেরিয়ে পড়েছেন। বুধবার সকাল থেকেই যাত্রীদের নিয়ে ছুটে চলেছেন বিভিন্ন জায়গায়। তিনি বলেন, ছোট থেকেই রফির গান খুব ভাল লাগত। রেডিয়োতে শুনে-শুনে গান তুলে নেন। এরপর বিয়ে করেন। কিন্তু দেখা যায়, গান গেয়ে সংসার চলছে না। তখন রিক্সা চালাতে শুরু করেন এবং যাত্রীদের রফির গান শোনান। সময়ের তালে তালে রিক্সা বদলে বাজারে এসেছে টোটো। এখন টোটো চালান এবং যাত্রীদের গান শুনিয়ে মনোরঞ্জন দেন। এতে আয়ও ভালো হয়।
আজ, ১ জানুয়ারি তিনি বলেন, আজ সকল যাত্রীদের বিনে পয়সায় টোটোয় চাপাচ্ছি। এর পরও কোনও যাত্রী যদি খুশি হয়ে কিছু দেন, তখন আর না করতে পারি না। আজ এক বেলা টোটো চালাব, বাকি সময় নতুন বছর উপলক্ষে পবিবারের সঙ্গে সময় কাটাবেন। মুজাফফর মহম্মদ রফির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলেই।