• ‘সেবাশ্রয়’ উদ্বোধনে ডায়মন্ড হারবারে অভিষেক, রাত পোহালেই শুরু স্বাস্থ্যশিবির
    প্রতিদিন | ০১ জানুয়ারি ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সকলের জন্য সুস্বাস্থ্য কর্মসূচিতে ‘সেবাশ্রয়’ এর ডালি নিয়ে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবির আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ। শিবির শুরু হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। তারই উদ্বোধনে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার এসডিও মাঠে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সাংসদ ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ মডেল ক্যাম্প উদ্বোধন করবেন। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ১ ও ২ নম্বর ব্লকের কয়েকটি স্বাস্থ্যশিবির সশরীরে ঘুরেও দেখবেন। সাংসদের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, তৎক্ষণাৎ ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্বাস্থ্যশিবিরগুলি চালু থাকবে।

    ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে। ডায়মন্ড হারবারের পর তাঁর লোকসভার অধীন অন্য ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও নির্দিষ্ট দিনে ‘সেবাশ্রয়’ প্রকল্পের স্বাস্থ্যশিবিরগুলি চালু হবে। কোভিডকালে অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সব মহলেই প্রশংসিত হয়েছিল ‘ডায়মন্ড হারবার মডেল’। এবার ‘সেবাশ্রয়’-এর মাধ্যমে ‘সকলের জন্য সুস্বাস্থ্য’ কর্মসূচিও ‘ডায়মন্ড হারবার মডেলের’ আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (প্রতিদিন)