• বর্ষবরণের রাতে দিঘার হোটেলে তরুণীর লাশ! বিয়ের ৬ মাসের মধ্যেই মৃত্যু, বাড়ছে রহস্য
    প্রতিদিন | ০১ জানুয়ারি ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: বর্ষবরণের রাতে দিঘার হোটেলে তরুণীর রহস্যমৃত্যু! বিছানা থেকে উদ্ধার দেহ। খুন, না কি আত্মহত্যা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতার স্বামীকে আটক করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম প্রীতি কর। বয়স ১৯ বছর। তিনি পশ্চিম বর্ধমান হিরাপুর থানার বাসিন্দা ছিলেন। ছয় মাস আগে পশ্চিম বর্ধমানেরই প্রীতম ঠাকুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্ষবরণে রাতে সমুদ্র নগরীর একটি হোটেলে ওঠেন দম্পতি। রাত আড়াইটে নাগাদ তাঁদের ঘর থেকে চিৎকার শুনতে পান হোটেল কর্মীরা। তাঁরা ছুটে গিয়ে দেখেন, অচৈতন্য অবস্থায় খাটের উপর পড়ে রয়েছেন প্রীতি। কর্মীরা তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। যদি প্রীতি আত্মহত্যা করে থাকেন, স্বামী বাঁচানোর চেষ্টায় করেছিলেন? যদি খুন করা হয়, তাহলে কেন? প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই তরুণীর বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর।পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 
  • Link to this news (প্রতিদিন)