• বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৫
  • নতুন বছরের শুরুতেই বিমানযাত্রীদের জন্য বড় সুখবর। এ বার থেকে ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে ওয়াই-ফাই পরিষেবা। অর্থাৎ বিমান যখন মাঝ আকাশে উড়ছে তখন আপনাকে আর নেটদুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে না। প্রিয়জনের চ্যাট বা অফিসের কাজ বা সোশ্যাল মিডিয়ায় নজরদারি নিশ্চিন্তে চালাতে পারবেন। ভারতের ডোমেস্টিক ফ্লাইটে প্রথমবারের জন্য এই পরিষেবা চালু হতে চলেছে, টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সৌজন্যে। বুধবার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে।

    ডোমেস্টিক ফ্লাইটে ওয়াই-ফাই পরিষেবা এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানে মিলবে না। এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯ এবং এয়ারবাস এ৩২১নিও-র নির্বাচিত কয়েকটি বিমানেই এই পরিষেবা শুরুতে পাওয়া যাবে। এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘প্রাথমিক ভাবে বিশেষ কয়েকটি উড়ানে এই পরিষেবা মিললেও পরবর্তীকালে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটেই এই পরিষেবা পাওয়া যাবে।’ ডোমেস্টিক ফ্লাইটে ওয়াইফাই পরিষেবা প্রথমবার হলেও, ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওয়াইফাই পরিষেবা আগেও চালু হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে বিস্তারা এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওয়াইফাই পরিষেবা চালু করেছিল। কিন্তু নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যায় বিস্তারা।

    উড়ানের মধ্যে কখন কোনও যাত্রী ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন, তা নিয়ে গত বছর নভেম্বর মাসে নির্দেশিকা দেওয়া হয়েছিল টেলিকম মন্ত্রকের তরফে। সেখানে বলা হয়েছিল, বিমান ১০ হাজার ফুট উপরে উঠে যাওয়ার পর বিমানযাত্রীরা ওয়াই-ফাই-এর সঙ্গে ইলেক্ট্রনিক্স গ্যাজেট যুক্ত করে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ‘কানেক্টিভিটি এখন ট্রাভেলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তা প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সিও বাড়াবে। এখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠেও নেটদুনিয়ায় সক্রিয় থাকতে পারবেন যাত্রীরা। অফিসের কাজ, পরিবারের সঙ্গে যোগাযোগ বা সোশ্যাল মিডিয়া সার্ফিং- সবই করতে পারবেন। উড়ান ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পর একজন বিমানযাত্রী একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন।’ তবে ইন্টারনেট সার্ফিং করতে পারলেও, বিমানের অন্দর থেকে কল করা যাবে না।
  • Link to this news (এই সময়)