• ‘২০ হাজার করে দিলেই হবে,’ এবার সুর তুললেন বাংলার ইমাম-পুরোহিতদের একাংশ
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
  • সবে নতুন বছর পড়েছে। নতুন আশা, নতুন স্বপ্নে বুক বাঁধছেন অনেকেই। সেই সঙ্গেই বছরের শুরু থেকেই নানা দাবি উঠতে শুরু করেছে। এদিকে এবার ইমাম মোয়াজ্জেমরা বিরাট দাবি করে বসলেন। ইমাম মোয়াজ্জমেদের একাংশ দাবি করেছেন তাঁদের যদি ভাতা হিসাবে ২০ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। 

    বর্তমানে প্রতিমাসে ইমামদের তিন হাজার টাকা করে, মোয়াজ্জেমদের দেড় হাজার টাকা করে আর পুরোহিতদের দেড় হাজার টাকা করে দেয় সরকার। তবে সেই ভাতা আরও অনেকটাই বৃদ্ধি করার দাবি করেছেন তাঁরা। 

    টিভি ৯এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ফুরফুরা শরিফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি জানিয়েছেন, কেজরিওয়াল ভালো কাজ করেছেন। বাংলায় এটা কেন হবে না? এখানে পুরোহিতরা আছেন, মোয়াজ্জেমরা আছেন। এখানেও ভাতা বাড়ানো দরকার। আমাদের বলার আগেই তো এই ভাতা বাড়ানো উচিত ছিল। এখন এই মূল্যবৃদ্ধির বাজারে কীভাবে চলবে? আমি আশা করি মমতা বন্দ্যোপাধ্য়ায় পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা বাড়াবেন। আমি দাবি করছি এই ভাতা বাড়ানো হোক। 

    সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এখানে কেউ কোনও কথা বলছেন কি না উনি দেখছেন। চুপ করে থাকলে আর এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করা হয় তাহলে আর দিতে হবে না। আমরা বলব বাংলার সকল মানুষ মুখ খুলুক। সেই সঙ্গেই নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাজমি জানিয়েছেন, আমি সরকারের কাছে আবেদন করছি ইমামদের যদি কুড়ি হাজার টাকা দেওয়া যায় তাহলে ভালো হত। একটু ভালো সাহায্য পেত। 

    অন্য়দিকে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ইমাম শেখ সাজু জানিয়েছেন, নেতাজি ইন্ডোরে ডেকে আমাদের হতাশ করা হয়। হইহই ডেকে মাত্র ৫০০ টাকা ভাতা বাড়ানো হয়। 

    আর বাংলার পুরোহিতদের একাংশের দাবি, এই টাকায় সংসার চলে না। দিল্লির পুরোহিত আর বাংলার পুরোহিত আলাদা এমন তো নয়। 

    দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আপ নেতা। সোমবার অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, হিন্দু পুরোহিত এবং এবং শিখ গুরুদ্বারের গ্রন্থিদের এই পরিমাণ মাসিক ভাতা দেওয়া হবে। আর এই পুরো ভাতা দেওয়া হবে ‘পূজারী, গ্রন্থি সম্মান যোজনা’র অধীনে। মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বার গ্রন্থিরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিন্তু, কোনও সরকার বা দল তাদের দিকে কোনও মনোযোগ দেয়নি। বলেছিলেন তিনি। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)