• ‘মহব্বত তৃণমূল সে হোতি হ্যায়…’দলের প্রতিষ্ঠা দিবসে বড় উপলব্ধির কথা জানালেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
  • নতুন বছরের আগাম শুভেচ্ছা ছন্দে ছন্দে জানিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।আর এবার দলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছাও একেবারে ছন্দে ছন্দে জানালেন মমতা। তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, রোশনি চাঁদ সে হোতি হ্যায়। সিতারোঁ সে নেহি। মহব্বত তৃণমূল কংগ্রেস সে হোতি হ্যায়। আউর কিসি সে নেহি। একেবারে জনপ্রিয় লাইনকে একটু বদলে দিয়ে তিনি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানালেন।

    মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, রোশনি চাঁদ সে হোতি হ্যায়, সিতারোঁ সে নেহি। মহব্বত তৃণমূল কংগ্রেস সে হোতি হ্যায়, আউর কিসি সে নেহি!

    তিনি লিখেছেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে ধন্য়বাদ জানাচ্ছি আমাদের বৃহত্তর পরিবারের সকলকে। দু দশকের বেশি সময় ধরে প্রত্য়েক প্রতিবাদে, প্রত্যেক বিজয়ে, প্রত্য়েক চ্যালেঞ্জে, আমার এটা দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাজনীতি ক্ষমতার ব্যাপার নয়, রাজনীতি হল সেবার বিষয়।

    আমরা এই মাইলস্টোনকে উদযাপন করছি। আমি তৃণমূলের প্রতিটি সৈনিককে অনুরোধ করছি সেই শপথ আবার নিন যে মানুষের জন্য লড়াই, আর মনে রাখবেন যে এই দলের আত্মা হল মা মাটি মানুষের হৃদয়ের মধ্য়ে প্রোথিত রয়েছে। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

    এবার তৃণমূলের ২৮তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে দলের কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। একদিন তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। বাংলার গর্ব মমতা প্রোফাইল থেকে লেখা হয়েছে, গণতন্ত্রপ্রেমী সকল মানুষকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ মা মাটি মানুষ দিবস-এ বাংলার প্রতিটি মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র রক্ষা ও প্রতিষ্ঠায় তাদের অবদানের জন্য জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

    এদিকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে মমতা লিখেছিলেন, মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। লিখেছেন মমতা। তিনি লিখেছেন, আমরা ২০২৪ সালকে বিদায় জানাতে চলেছি। আমার হৃদয় মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। আমাদের শক্তির উৎস। এটা আপনাদের বিশ্বাস ও আস্থার জন্য়ই যাবতীয় নিপীড়ন ও শোষনের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে শক্তি যোগায়।

    অভিষেক ফেসবুকে লিখেছেন, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ,বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে। এই প্রার্থনা আমার। লিখেছেন অভিষেক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)