• শারীরিক অবস্থার উন্নতি, সুজয়কৃষ্ণের হৃদযন্ত্রে নেই কোনও সমস্যা, জানাল হাসপাতাল
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
  • নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানাল কলকাতার বিএম বিড়লা হাসপাতাল। বুধবার একথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। ফলে তাঁকে এই হাসপাতালে রাখার প্রয়োজন নেই। তাঁকে অন্যত্র স্থানান্তর প্রয়োজন।

    গত সোমবার নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। তার আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখান থেকে তাঁকে বিএম বিড়লা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে সুজয়কৃষ্ণকে ভেন্টিলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টা ভেন্টিলেশনে থাকার পর হাসপাতালের তরফে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে আর ভেন্টিলেশনে রাখার দরকার নেই। সুজয়কৃষ্ণের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। ফলে তাঁকে কোনও মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন। আজ অথবা বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হবে। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, বুধবার বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন সুজয়কৃষ্ণের মেয়ে। মেয়ের সঙ্গে কথা বলেছেন সুজয়কৃষ্ণ।

    ওদিকে সুজয়কৃষ্ণ হাসপাতালে ভর্তি হওয়ায় থমকে গিয়েছে নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় চার্জ গঠন। এবার কতদিনে কালীঘাটের কাকু আদালতে হাজিরা দেওয়ার মতো সুস্থ হন সেটাই দেখার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)