ভুয়ো পাসপোর্টকাণ্ডে গ্রেফতার আরও ১, চাকদা থেকে গ্রেফতার মনোজ ঘোষ
হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
জাল পাসপোর্ট কাণ্ডে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। নদিয়ার চাকদা থেকে ধীরেন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, ধৃত ব্যক্তি নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র চালাতেন। পাসপোর্টকাণ্ডের মূল পাণ্ডা মনোজ গুপ্তকে জেরা করে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
মনোজ গুপ্তকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে চাকদায় ধীরেন ঘোষের বাড়িতে তল্লাশি চালান কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নথি ও পরিচয়পত্র। রাত আড়াইটে নাগাদ ধীরেন ঘোষকে গ্রেফতার করে কলকাতা নিয়ে আসেন গোয়েন্দারা। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রে জড়িত। নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র চালাত সে। মোটা টাকার বিনিময়ে পাসপোর্ট তৈরি করে বিক্রি করত বাংলাদেশিদের।
বুধবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে কলকাতা পুলিশ। এই নিয়ে পাসপোর্টকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ।
সম্প্রতি পশ্চিমবঙ্গে গ্রেফতার একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় পাসপোর্ট। এর পরই ভুয়ো পাসপোর্টের তদন্তে নামে কলকাতা পুলিশ। এই কাণ্ডে মনোজ গুপ্ত নামে এক ব্যক্তির নাম উঠে আসে। গোয়েন্দারা জানতে পারেন, গোটা চক্রটি চালায় সে-ই। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা নাথা এলাকার চাঁদপাড়ায় গোপন ডেরা থেকে মনোজকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে তাকে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাবতীয় ভারতীয় নথি টাকার বিনিময়ে বানিয়ে দিত অভিযুক্তরা। ৩ - ৫ লক্ষ টাকায় বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিত তারা।