রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা জানান, গত বছর ১৯ অক্টোবর ওই বৃদ্ধের কাছে একটি হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল। ওই বৃদ্ধ যথেষ্ট বিত্তশালী। তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে ভয় দেখিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর হুমকি দেওয়া হয়। ‘ডিজিটাল গ্রেপ্তার’ করে তাঁর কাছ থেকে দফায় দফায় প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
গত প্রায় ৩১ দিন ধরে ৪ রাজ্যে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল, ব্যাঙ্কের পাসবুক, চেক বই, প্যান কার্ড-সহ বহু নথি। ১০০টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের দাবি, একটি বড় চক্র কাজ করেছে। যেটা দেশের বাইরে থেকেও অপারেট করা হয়। প্রতারণার জন্য মোট ৭টি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা। কলম্বিয়া, দুবাইয়ের সাইবার প্রতারকরা এই কাণ্ডে যুক্ত রয়েছে বলে দাবি পুলিশকে। এদের সঙ্গে আর কারা যুক্ত সে ব্যাপারে খোঁজ চালানো হচ্ছে।