জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের গোবরু এলাকায় ৬০নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ১৬ চাকার ট্রাক। রাস্তার পাশের একটি চা দোকানে গিয়ে ধাক্কা মারে ট্রাকটি। সেই সময়ে দোকানের ভেতরেই ছিলেন ওই চা দোকানের মালিকের স্ত্রী। ঘটনায় তিনি গুরুতর জখম হয়েছেন। জখম হয়েছেন ওই ট্রাকের চালকও।
দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে শালবনি থানার আইসি সৌরভ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেডও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইড্রা যন্ত্রের সাহায্যে ওই ট্রাকটিকে বের করে আনার চেষ্টা চলছে। দোকানে আর কেউ ছিলেন কি না তাও পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকটি মেদিনীপুর শহরের দিক থেকে শালবনির দিকে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ঢুকে পড়ে। ট্রাকে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল না কি চালক মত্ত অবস্থায় ছিলেন, সে ব্যাপারে জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, দিন তিনেক আগেই মেদিনীপুরের দাঁতন থানার খন্দুরুই এলাকায় জাতীয় সড়কের উপর একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার সন্মুখীন হয়। প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী আহত হন বলে জানা যায়।