তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে প্রতি বছরের ন্যায় এ বারেও মিলনমেলার আয়োজন করা হয়। সাত দিন ব্যাপী এই মেলায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নানুরের বাসপাড়া এলাকায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজল শেখ। ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি-সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানেই কাজলকে ৫ কেজি ওজনের রুপোর মুকুট তুলে দেন কর্মীরা। যার দাম প্রায় ৪ লক্ষ ৫২ হাজার টাকা। থুপসারা অঞ্চলের তৃণমূল নেতা শেখ মহিম বলেন, ‘কাজল শেখ সভাধিপতি হওয়ার পরও আমরা তাঁকে মুকুট পরিয়েছিলাম। তিনি আমাদের জন প্রতিনিধি। সব সময় আমাদের সঙ্গে থাকেন। তাই তাঁকে এই রুপোর মুকুট আমরা পড়িয়েছি।’
উপহার পেয়ে কাজল বলেন, ‘এখান থেকেই আমি জেলা পরিষদের সদস্য হয়েছি, জেলা সভাধিপতি হয়েছি। স্বাভাবিক ভাবেই কর্মীদের কাছে সেটা খুবই গর্বের ও আবেগের বিষয়। সেই কারণেই তাঁরা আমায় উপহার দিয়েছেন।’ যদিও অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে মুখে কুলুপ জেলা নেতৃত্বের।
দু’দিন আগেই জেলা কমিটি বৈঠক করে বীরভূমে। দলের জেলা স্তরের সব নেতৃত্বকেই দেখা যায় সেই বৈঠকে। জেলমুক্তির পর ফের স্বমহিমায় দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকেও। তবে এ দিনের ঘটনায় ফের কানাঘুষো শুরু হয়েছে জেলা নেতৃত্বের অন্দরমহলে।