• মহাকুম্ভ স্পেশাল ট্রেন সেজে উঠছে শিয়ালদহে, যাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধাও
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৫
  • হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মেলার চূড়ান্ত প্রস্তুতি চলছে। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা যাবেন মেলায়। পূর্ব রেলের তরফে একাধিক স্পেশাল ট্রেনের আয়োজন করা হয়েছে। যাত্রীদের ট্রেন যাত্রাকে স্মরণীয় ও আরামদায়ক করে তুলতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ।

    কুম্ভ মেলার জন্য স্পেশাল ট্রেনকে সাজিয়ে তোলা হচ্ছে রঙিন ছবি দিয়ে। শিয়ালদহে ডিভিশনে এরকম দুটি ট্রেনকে সাজিয়ে তুলছেন দক্ষ শিল্পীরা। ট্রেনের বগিগুলিকে রং করে লাগানো হচ্ছে মেলা থিমের বিশেষ স্টিকার। ট্রেনের বাহ্যিক অংশে আকর্ষণীয় ভিনাইল র‌্যাপ দিয়ে সাজানো হয়েছে। যাত্রীদের জন্য একটি আরামদায়ক এবং আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলার জন্যেই এই নব সাজ।

    ট্রেনের গায়েই লেখা থাকছে মহাকুম্ভের পুণ্যস্নানের নির্ঘন্ট। কুম্ভের তাঁবু বুক করার জন্য থাকবে বিশেষ কিউআর কোডের ব্যবস্থা। ট্রেনের প্রতিটি কোণায় রয়েছে কুম্ভের ছোঁয়া। ট্রেনের ভিতরে থাকছে নানান সাজসজ্জা। পরিষ্কার-পরিচ্ছনতার দিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। 

    জানা গিয়েছে, ভারতীয় রেলের পক্ষ থেকে মোট ১৩ হাজার বিশেষ ট্রেন দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলার জন্য। পূর্ব রেল ইতিমধ্যেই মহা কুম্ভ মেলার ভক্তদের সুবিধার্থে প্রয়াগরাজ যাওয়ার জন্য ৪২ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। ৭৭ হাজারেরও বেশি বার্থ রাখা হয়েছে পুণ্যার্থীদের জন্য। 

  • Link to this news (এই সময়)