কম্বল নিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে দেওয়াল ভেঙে আহত সাত
আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি। ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ধাক্কার জেরে সংশ্লিষ্ট এলাকায় একটি পরিত্যক্ত দেওয়াল ভেঙে পাঁচ মহিলা-সহ সাতজন জখম হন। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার তুলসিহাটা এলাকায়।
জানা গিয়েছে, এই এলাকায় একটি হাইস্কুল সংলগ্ন মাঠে এদিন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভানেত্রী ও মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও অন্যরা। এদিন বিকেলে অনুষ্ঠানে তাঁদের বক্তব্য শেষ হওয়ার পর কম্বল বিতরণ শুরু হতেই হুড়মুড়িয়ে অপেক্ষারত জনতা ঢুকতে শুরু করেন।
কে আগে কম্বল নেবে তা নিয়ে শুরু হয় হুড়োহুড়ি। একাংশ ধাক্কাধাক্কি এবং তার থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। উল্টে যায় খিচুড়ি ভর্তি বালতি আর হাঁড়ি। যেখানে এই হুড়োহুড়ি চলছিল তার পাশেই ছিল একটি পরিত্যক্ত দেওয়াল। ভিড়ের চাপে আচমকাই সেটি ভেঙে পড়লে আহত হন সাতজন। এবিষয়ে মর্জিনা খাতুন জানিয়েছেন, আগে কম্বল পাওয়ার চেষ্টায় কিছুটা হুড়োহুড়ি হয়েছে। তবে গুরুতর জখম কেউ হননি।