• ১১৩ বছর বয়সে মৃত্যু কোচবিহারের রাজ আমলের রাঁধুনির
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জেলার একমাত্র প্রবীণ ব্যক্তির মৃত্যু হল কোচবিহারে। মৃত ওই ব্যক্তির নাম আব্দুল আজিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১১৩ বছর। বুধবার সকালে বয়সজনিত কারণে মৃত্যু হয় তাঁর। তিনি কোচবিহারের মহারাজার জগদীপেন্দ্র নারায়ণের আমলে রাজপরিবারের রাঁধুনি ছিলেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। 

     

     

    জানা গিয়েছে, কোচবিহার দুই নং ব্লকের টাকাগাছ এলাকায় ১৯১০ সালে আব্দুল আজিজের জন্ম হয়। তিনি কোচবিহার মহারাজার জগদীপেন্দ্র নারায়ণের আমলে রাজ পরিবারের রাঁধুনি ছিলেন। কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে ইংরেজদের ভাল সম্পর্ক ছিল। সেই সময় কোচবিহারের সুনীতি রোড সংলগ্ন এলাকায় ব্রিটিশদের চেকপোস্ট ছিল। সেখানে ব্রিটিশের বিভিন্ন আধিকারিকরা থাকতেন। তখন থেকেই তিনি রাজার পরিবার ও ব্রিটিশ বাহিনীর কর্মী বা আধিকারিকদের রান্না করে খাইয়েছিলেন। সেই রান্না খেয়ে খুশি হয়ে ব্রিটিশরা তাঁকে বেশ কিছু বাসনপত্র উপহার দেন।

     

     

    পরিবারের এক সদস্য জানান, আব্দুল আজিজবাবু খুব ভাল লোক। তিনি বুধবার সকালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। তিনি এক সময়ের কোচবিহার রাজা জগদীপেন্দ্র নারায়ণের রাজত্বকালে সেই পরিবারের রাঁধুনি ছিলেন। সেই সময় ব্রিটিশদের সঙ্গে কোচবিহার মহারাজার ভাল সম্পর্ক ছিল। সেই সময় ব্রিটিশদের তিনি রান্না করে খাইয়েছিলেন। তাঁরা রান্না খেয়ে খুশি হয়ে তাঁকে মেলামাইনের বেশ কয়েকটি বাসনপত্র উপহার দিয়েছিলেন। পরে তাঁকে কোচবিহার শহরসংলগ্ন হরিণচওড়া এলাকায় ব্রিটিশ কোম্পানিতে কাজ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি দীর্ঘ কয়েক বছর কাজও করেছিলেন। ব্রিটিশ বাহিনী সম্পর্কে অনেক কিছু জানতেন বলেও জানান তিনি।
  • Link to this news (আজকাল)