• বছরের প্রথম বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত তিন
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরের প্রথম দিনই ভয়াবহ পথ দুর্ঘটনা জয়নগরে। মৃত তিন যুবক। বুধবার বছরের প্রথম দিন কুলতলির কৈখালি, কেল্লা সহ একাধিক এলাকায় পিকনিক করতে ও ঘুরতে গিয়েছিলেন বহু মানুষ। বুধবার বিকেলে কুলতলি থেকে ফেরার পথে জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা থানার ভবানীমারির মোড়ে দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারা। বাইক চালক ও আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। মোটরবাইকে থাকা তিন যুবক অতিরিক্ত রক্তক্ষরণে জেরে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। মৃত তিন যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বৃহস্পতিবার। মৃত তিন যুবকের নাম রাজকুমার হালদার (২৭), গোপেশ্বর হালদার (২৬) ও বিশ্ব নস্কর (২৩)। ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। যুবকরা মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)