আজকাল ওয়েবডেস্ক : বর্ষবরণের রাতে কড়া নজর ছিল কলকাতা পুলিশের। সকলের আনন্দ যাতে মাটি না হয়ে যায় সেজন্য তারা চারিদিকে দৃষ্টি রাখে। অন্যবারের মতো এবারেও বর্ষবরণকে ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল নজরকাড়া। তাই বর্ষবরণের রাতে যারা আইন মেনে চলেননি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ।
এবারের বর্ষবরণের রাতে মোট ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজি বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৯ কেজি। মদ বাজেয়াপ্ত করা হয়েছে ৩৮.৬ লিটার। এছাড়া ট্রাফিক আইন না মানার জন্য আরও ১৬২৬ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাইকে তিনজন করে চড়ার ফলে ২৮২ জনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক আরোহীর ছিলেন ৬০০ জন। তাদেরকেও ফাইন করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর জন্য ২৩৭ জনকে ফাইন করা হয়েছে। মদ খেয়ে গাড়ি চালানোর জন্য ২১৪ জনকে ফাইন করা হয়েছে। এছাড়া অন্য আইন ভাঙার জন্য ২৯৩ জনকে ফাইন করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর মিলেছে।
বর্ষশেষের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় ছিল। শহরের ৫০টি জায়গায় নাকা তল্লাশি চলে। শুধু পার্ক স্ট্রিটেই ছিল ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য ছিল কলকাতা পুলিশের বিশেষ টিম। আচার্য জগদীশচন্দ্র বসু রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, স্ট্যা্দন্ড রোড, রেড রোড, এসপ্ল্যানেড ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, দ্বিতীয় হুগলি সেতু, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তা, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউ মার্কেট, মিলেনিয়াম পার্কের সামনের রাস্তা-সহ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।