• সতর্কবার্তাতেও ফিরছে না হুঁশ, বেপরোয়া গাড়ির গতি, বছরের প্রথম দিনেই শহরে বড় দুর্ঘটনা
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জি: বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা শহরে। ব্যাপ ক্ষতিগ্রস্ত গাড়ি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, গাড়ির দুই যাত্রীকে পাঠানো হয়েছে হাসপাতালে। 

    ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, বুধবার সন্ধে নাগাদ একটি স্কোডা গাড়ি দুরন্ত গতিতে গিয়ে সম্প্রীতি ব্রিজের মাঝখানে অবস্থিত একটি পোলের মধ্যে ধাক্কা মারে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল  ১৬০-এর উপরে। মহেশতলার জিনজিরা বাজারের দিক থেকে গাড়িটি সম্প্রীতি ব্রিজের উপর দিয়ে বাটানগরের দিকে যাচ্ছিল।

    এই মুহূর্তে সম্প্রীতি ব্রিজে কাজ চলছে। তবে, সরকার এবং পুলিশের তরফ থেকে সব রকম সুব্যবস্থা করে ব্রিজের মধ্যে যানবাহন চলাচলের ব্যবস্থা রয়েছে। গোটা ব্রিজেই পুলিশ মোতায়ন রয়েছে।  ব্রিজে আলো এবং গার্ড রেল দেওয়া রয়েছে, ধীরে গাড়ি চালানোর অনুরোধ করে দেওয়া রয়েছে পোস্টার। সম্প্রীতি উড়ালপুলে এতদিন ছ’ চাকা এবং আটচাকার গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে ইদানিং কালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে ট্যাঙ্কার, কন্টেনার, বাস চলাচল করছে। তবে নানা সতর্কতার পরেও হুঁশ ফিরছে না মানুষের। বছরের প্রথম দিনেই দুর্ঘটনা তার প্রমাণ, তেমনটাই বলছে ওয়াকিবহাল মহল। 

    জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে  ছিলেন এক মহিলা এবং এক পুরুষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তা তিনি স্বীকার করেছেন। মহিলা টালিগঞ্জের বাসিন্দা এবং  যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি বেহালা অঞ্চলে থাকেন। গাড়িতে থাকা এয়ারব্যাগের কারণেই যাত্রীদের বড় ক্ষতি হয়নি। পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে গিয়েছে এবং দুই যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ।
  • Link to this news (আজকাল)