• শালবনীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারল লরি, জখম ২
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, বুধবার রাতে শালবনী থানার গোবরু এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল চায়ের দোকানে। দুর্ঘনায় দু'জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, লরিটি মেদিনীপুর থেকে শালবনীর দিকে যাচ্ছিল। গোবরু এলাকায় আচমকাই ওই ১৬ চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন একটি চায়ের দোকানে ধাক্কা মারে। তখন ওই চায়ের দোকানটি বন্ধ থাকলেও দোকানের ভিতরে চায়ের দোকানের মালিকের স্ত্রী উপস্থিত ছিলেন। তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, লরির চালকও জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে শালবনী থানার আইসি সৌরভ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী অকুস্থলে পৌঁছয়। এরপর লরিটিকে দু'টি ক্রেনের সাহায্যে দোকানের বাইরে বরে করে আনা হয়। পুলিস জানিয়েছে, খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (বর্তমান)