২ জানুয়ারি থেকে ৮দিন ব্যাপী শহরে শুরু হচ্ছে ‘বাংলা সঙ্গীত মেলা’
দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি– বৃহস্পতিবার, ২ জানুয়ারি থেকে ৮দিন ব্যাপী শুরু হচ্ছে ‘বাংলা সঙ্গীত মেলা ২০২৪-২৫’। তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে শহরের ১১টি মঞ্চে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই মঞ্চগুলি হল রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক (নেতাজি নগর), মোহরকুঞ্জ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং রবীন্দ্রসদন প্রাঙ্গণ। এই ১১টি মঞ্চে সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও সঞ্চালক মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মেলার বিশেষ আকর্ষণ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে নবীন শিল্পীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রতিদিন বিকাল ৫টা থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিভিন্ন বাংলা ব্যান্ডেরও গানের আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবছরও ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি অবধি ‘শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি– উৎপল সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায় ও কণিকা বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হবে গগনেন্দ্র শিল্প-প্রদর্শশালায়। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
মেলায় বিভিন্ন হস্তশিল্প, পিঠে-পুলি ও খাবারের দোকান বসবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পী ও কারিগররা রবীন্দ্রসদন ও নন্দন প্রাঙ্গনে এই পসরা সাজাবেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন আকাদেমির প্রকাশিত বইয়ের স্টলও থাকবে।