ঘটনাটি ঠিক কী? অপরিসর গলি, ঘিঞ্জি এলাকা। তারমধ্যেই কালী মন্দির! সোশ্য়াল মিডিয়ায় দৌলতে সেই মন্দির এখন রীতিমতো জনপ্রিয়। প্রচুর ভক্ত সমাগম হয়। এমনকী, বাদ যাননি সেলিব্রিটিরাও।
এদিকে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ছোট একটি রাস্তা উপরে তৈরি হয়েছে মন্দিরটি। এত ভিড় হচ্ছে যে, গাড়ি তো দূর, ওই রাস্তা দিয়ে হাঁটাচলাও করা যাচ্ছে না। শুধু তাই নয়, ওই মন্দিরকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগও উঠেছে। আজ, বুধবার সকালে স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে ওই মন্দিরে যান কুণাল ঘোষ।
কুণাল বলেন, 'আমাদের এই অঞ্চলে একটি মন্দির মতো তৈরি হয়েছে। এবার কালী মন্দির তো হতেই পারে, আমরা সবাই কালীভক্ত।নানারকম অভিযোগ আসছে। এই মন্দিরের বৈধ ট্রাস্ট বা কিছু আছে কিনা, এখনও কিছু জানা যায়নি। উল্টে একটা রটনা তৈরি হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে, ভয়ংকর জাগ্রত। ভক্তরা আবেগে চলে আসছেন। তাঁদের কাছ থেকে বিপুল টাকা, এমনকী বলা হচ্ছে, আপনার এই গয়নাটা মা পছন্দ করেছেন, দিয়ে যান'। সঙ্গে বার্তা, 'মন্দিরের নাম টাকা তোলা যাবে না'।