• তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিতরণে অঘটন! সাজানো ইট পড়ে আহত ৫ মহিলা-সহ ৭
    প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৫
  • বাবুল হক, মালদহ: তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কবল বিতরণ ও খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড মালদহে। প্রাথমিক স্কুলের মাঠে সাজিয়ে রাখা ইট চাপা পড়ে আহত ৭ জন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা বলে জানা গিয়েছে। অনেকজন এক সঙ্গে চলে আসায় এই কাণ্ড ঘটেছে বলেই অনুমান।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটায় তৃণমূল ব্লক নেতৃত্বের তরফে এলাকা ও আশেপাশের গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তুলসীহাটা হাই স্কুলের মাঠে অনুষ্ঠান শুরু হয়। প্রায় দেড় হাজার দুঃস্থদের কম্বল বিতরণ করা হবে ঠিক ছিল। কিন্তু একসঙ্গে অনেক লোক চলে আসায় বিপত্তি বাধে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হঠাৎ হুড়োহুড়ি বাধে। স্কুল মাঠে দেওয়ালের মতো করে থরে থরে ইট সাজানো ছিল। ধাক্কাধাক্কির সময় সেই আলগা ইট পড়ে যায়। তাতেই জখম হন পাঁচ মহিলা-সহ ৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পাশে রয়েছেন স্থানীয় তৃণমূলের নেতারা।

    উল্লেখ্য, ২০২২ সালে আসানসোলে পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি কম্বল বিতরণের অনুষ্ঠান করেন। সেখানেও ভিড় হয়েছিল। হঠাৎ হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান তিনজন। তাদের মধ্যে ছিল এক শিশুও। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 
  • Link to this news (প্রতিদিন)