• আর জি কর কাণ্ডে সুবিচারের দাবি, এবার ‘মিসড কল’ আন্দোলনে জুনিয়র ডাক্তাররা
    প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের চার মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও মেলেনি সুবিচার। সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সুবিচারের দাবিতে নতুন বছরের শুরুতে আন্দোলনের পন্থা বদল। এবার ‘মিসড কল’ আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

    অভয়ার সুবিচার পাওয়ার লড়াইতে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। বছরের শুরুতে সোশাল মিডিয়া পোস্ট করেন তাঁরা। ১৮০০-১২১২-৯১৬ এই নম্বরে মিসড কল দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ওই পোস্টে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। ৯০ দিন গ্রেপ্তার করে রেখে দেওয়ার পরেও কেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সে প্রশ্নও তুলে ধরা হয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নাইট শিফট ছিল আর জি করের তরুণী চিকিৎসকের। ওই রাতে মায়ের সঙ্গে মোবাইলে কথাও হয়েছিল তাঁর। পরদিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার পায় সিবিআই। পরে আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেরও তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলা চলছে সুপ্রিম কোর্টেও। এই ঘটনার সুবিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি, মিছিল, স্বাস্থ্যভবনের সামনে ধরনা, অনশন, রাতদখলের মতো নানা পদক্ষেপ নিয়েছেন আন্দোলনকারীরা। দিনের পর দিন কেটে গেলেও অধরা সুবিচার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এখনও এই ঘটনায় নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। কী করছে সিবিআই, বারবার সেই প্রশ্নই উঠছে।
  • Link to this news (প্রতিদিন)