• সকালে অবরোধ হলেও রাতে উধাও বিক্ষোভকারীরা, সিঙ্গুর থেকে ট্রেন গেল তারকেশ্বরে
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৫
  • সকালে বিক্ষোভের জেরে ফিরতে হয়েছিল হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনকে। রাতের ট্রেন অবশ্য বিনা বাধায় সিঙ্গুর স্টেশন থেকে হরিপালের দিকে রওনা দেয়। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেনটি সিঙ্গুর থেকে তারকেশ্বর যেতে পারবে? ধন্দ রয়েই গেল।

    সকালে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। যার জেরে সিঙ্গুর থেকে সম্প্রসারণ হওয়া হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটিকে হাওড়া স্টেশন থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় রেল। হাওড়া থেকে সিঙ্গুরগামী ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ ট্রেনটির যাত্রাপথ কোনও ভাবেই সম্প্রসারণ করা চলবে না, এই দাবিতে নতুন বছরের সকাল থেকেই সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখান সিঙ্গুরবাসীরা। যদিও, রাতের বেলায় বিক্ষোভের আঁচ দেখা যায়নি। হাওড়া সিঙ্গুর লোকাল ট্রেনটি বিনা বাধায় সিঙ্গুর স্টেশন ছেড়ে হরিপালের দিকে রওনা দেয়। 

    হাওড়া-হরিপাল (৩৭৩০৫) লোকাল রাতে অন্যান্য দিনের মতোই হাওড়া স্টেশন থেকে ৭.১৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি সিঙ্গুরে ১ নম্বর প্ল্যাটফর্মে ৮.১৫ মিনিটে পৌঁছয়। সিঙ্গুর স্টেশনে স্টপেজ দেওয়ার পর ট্রেনটি হরিপালের উদ্দেশে রওনা দেয়। রাতে বিক্ষোভকারীদের স্টেশনে দেখা যায়নি। যদিও ট্রেনে আসা এক যাত্রী বলেন, ‘এই ট্রেনটি আগে সিঙ্গুর আন্দোলন লোকাল ছিল। আজকের ট্রেনটি হরিপাল গেল। তবে রেলের এই সিদ্ধান্তে আমরা খুশি নই। সিঙ্গুরবাসীর পক্ষে ব্যাপারটা  বাজে হল।’

    এ দিন সকালে মন্ত্রী বেচারাম মান্না ট্রেন অবরোধের ব্যাপারে বলেন, ‘যতক্ষণ না রেল এই সিদ্ধান্ত বাতিল করছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কারণ, এই ট্রেনের সঙ্গে সিঙ্গুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে।’ যদিও রেলের তরফে জানানো হয়েছিল  বৃহত্তর স্বার্থে রেলের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে। নির্দিষ্ট সূচি মেনেই ট্রেন চালানো হবে বলেও জানানো হয় রেলের তরফে।

  • Link to this news (এই সময়)