হার্টের সমস্যা রয়েছে সুজয়কৃষ্ণের। গত সোমবার প্রেসিডেন্সি জেলের ভিতরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আচমকা সংজ্ঞা হারান। তাঁকে জেল থেকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পর ‘কাকু’র আইনজীবী আদালতে আবেদন করেন, আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করার জন্য। ওই হাসপাতালে এর আগেও ‘কাকু’র চিকিৎসা হয়েছে। তাঁর অস্ত্রোপচারও হয়েছিল ওই হাসপাতালে। আদালতের অনুমতি নিয়ে ‘কাকু’কে সোমবারই এসএসকেএম থেকে আলিপুরে নিয়ে যাওয়া হয়েছিল।
পরে জানা যায়, ‘কাকু’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হচ্ছে তাঁকে। হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। ছিলেন মেডিক্যাল দলের পর্যবেক্ষণে। বুধবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘কাকু’র শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। ভেন্টিলেশনের বাইরেই রাখা হয়েছে তাঁকে। তার পর চিকিৎসকেরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, বাইপাসের ধারের অন্য একটি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হবে। সেই মতো সন্ধ্যায় ওই হাসপাতালে পাঠানো হয়েছে ‘কাকু’কে।
সূত্রের খবর, আলিপুরের যে হাসপাতালে ‘কাকু’কে রাখা হয়েছিল, সেটি হৃদ্যন্ত্রের চিকিৎসার জন্য বিখ্যাত। ওই সংক্রান্ত বিশেষ পরিষেবা রয়েছে ওই হাসপাতালে। কিন্তু ‘কাকু’র অন্যান্য শারীরিক সমস্যাও খতিয়ে দেখা প্রয়োজন। তাই সব রোগের চিকিৎসা সম্ভব, তেমন একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হল।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ‘কাকু’। এই সংক্রান্ত বিষয়ে ইডির মামলার চার্জ গঠন প্রক্রিয়াও শুরু হয়েছে বিচার ভবনে। সোমবার সেই শুনানিতে আদালতের নির্দেশ দেওয়ার কথা ছিল। কিন্তু চার্জ গঠনের সময়ে অভিযুক্তদের সশরীরে হাজির থাকতে হয় আদালতে। ‘কাকু’ অসুস্থ হয়ে পড়ায় তাই আগের দিন চার্জ গঠন হয়নি। ২ জানুয়ারি ওই সংক্রান্ত শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে বিচারক জানিয়েছেন, ‘কাকু’র শারীরিক অবস্থার উপরেই শুনানি নির্ভর করবে।