• আমাদের জিনিস বেচবে আর…'বাংলাদেশি পণ্য বয়কট করুন,’ ডাক দিলেন দিলীপ ঘোষ
    হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
  • বাংলাদেশি পণ্য বয়কট করুন। লিখলেন দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়। তিনি লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে, সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ। তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন। সেই সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও তিনি দিয়েছেন। 

    ফেসবুকে লিখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরাসরি বাংলাদেশি পণ্য বয়কটের ডাক। আর কেন তিনি এই কথা বলছেন তারও ব্যাখা দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ভারতে বাংলাদেশি পণ্য বিক্রি করে ওরা যে টাকা পায় সেটা দিয়েই ভারত বিরোধী কাজ করে ওরা। অভিযোগ একেবারে সরাসরি। 

    এদিকে এর আগে একাধিক প্রতিবেদনে দেখা গিয়েছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছিল। এবার তারও পালটা দিলেন দিলীপ ঘোষ। 

    এদিকে দিলীপ ঘোষ এই পোস্ট করার পরেই নানা জনে নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, বাংলাদেশি পণ্য যে বিক্রি করবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে। এক নেটিজেন লিখেছেন, বাংলাদেশের আছে টা কি যে বয়কট করব! ওরাই আমাদের জিনিস ইউজ করে…

    অপর একজন লিখেছেন, এগুলি বাংলাদেশের প্রোডাক্ট জানার পরে আর কিনি না। বয়কটের স্বপক্ষে সওয়াল করেছেন কয়েকজন। সব মিলিয়ে দিলীপ ঘোষের এই বাংলাদেশি পণ্য বয়কটের ডাককে সমর্থন করেছেন অনেকেই। 

    কার্যত বাংলাদেশের বিভিন্ন মহলের তরফে একের পর এক ভারতের বিরুদ্ধে নানা কথা বলা হচ্ছে। ভারত বিদ্বেষী নানা বক্তব্যকে তুলে ধরা হচ্ছে। 

    সেই সঙ্গেই বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে হিন্দু নির্যাতনের অভিযোগ। একের পর এক ঘটনা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে সেই হিন্দু বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। 

    বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান  প্রথম আলো-কে দেওয়া সাক্ষাৎকারে জামান বলেন, ভারত অবশ্যই বাংলাদেশে স্থিরতা আসার বিষয়ে আগ্রহী। এই দুই প্রতিবেশীর মধ্যে যে দেওয়া-নেওয়ার সম্পর্ক রয়েছে, তা অবশ্যই 'ন্যায্যভাবে রক্ষিত হওয়া দরকার'। তিনি আরও জানিয়েছেন, ‘ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিবেশী। আমরা বহু ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের মাধ্যমে উপকৃত হয়। তাদের বহু নাগরিক বাংলাদেশে কাজ করেন - স্বীকৃতভাবে এবং অস্বীকৃতভাবে। এখান থেকে বহু মানুষ ভারতে চিকিৎসা করাতে যান।’ তিনি আরও জানিয়েছেন, 'আমরা ওদের কাছ থেকে অনেক পণ্য কিনি। তাই, বাংলাদেশে যাতে স্থিরতা ফেরে, সেটা ভারত অবশ্যই চাইবে। এটা আসলে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক। এটা অবশ্যই ন্যায্যভাবে পালন করা উচিত। যদি কোনও দেশ, অন্য কোনও দেশের কাছ থেকে উপকৃত হতে চায়, তাতে কোনও সমস্য়া নেই।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)