নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: হাইমাদ্রাসায় পাঠরত আদিবাসী ছাত্রী স্বস্তিকা ওরাংয়ের হাতে বুধবার বিকেলে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দিলেন কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য তাকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সংখ্যালঘু দপ্তরের তরফে তাকে ল্যাপটপ সহ বিভিন্ন উপহার দেওয়া হয়।
কালীগঞ্জের বিডিও বলেন, স্বস্তিকা খুব মেধাবী পড়ুয়া। মাধ্যমিকে ও ভালো ফল করেছে। আগামী দিনে সে যাতে আরও ভালো পড়াশোনা করতে পারে, সেজন্য ব্লক প্রশাসন স্বস্তিকার পাশে রয়েছে। স্বস্তিকা ওরাং মাটিয়ারি পঞ্চায়েতের মোল্লা ইয়াদ আলি হাইমাদ্রাসার পড়ুয়া। তার আসল বাড়ি বীরভূমে। বাবা-মার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পড়াশোনার জন্য খুব ছোট বয়সেই তাকে মাটিয়ারিতে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম শ্রেণি থেকেই সে মাটিয়ারি থেকে পড়াশোনা করছে। মাটিয়ারির ড্যাংডেঙি এলাকায় স্বস্তিকার মামার বাড়ি। স্বস্তিকা বলল, আমি বড় হয়ে নার্স হতে চাই। কন্যাশ্রী প্রকল্পের টাকা পাই। এই উপহার পেয়ে আমার খুব ভালো লাগছে। - নিজস্ব চিত্র