• বহরমপুরের ‘বসুন্ধরা’য় কল্পতরু উৎসব ঘিরে উন্মাদনা
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নতুন বছরের প্রথম দিন বহরমপুরের ‘বসুন্ধরা’য় কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। অঞ্জলি ও আরতির পর দুপুর থেকে ভোগ গ্রহণ করে সাধারণ মানুষ। বহরমপুর শহরের পাশাপাশি দূর দূরান্ত থেকেও পুণ্যার্থীরা সেখানে ভিড় করেন। একই সঙ্গে বসে এদিন ভোগ খেলেন শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা। সহায় সম্বলহীনদের জন্য প্রতি রবিবার বসুন্ধরা রকমারি মেনুর আয়োজন করে। তবে এদিন বসুন্ধরার আয়োজনে ছিল সম্পূর্ণ নিরামিষ পদ। খিচুড়ি ও পোলাওয়ের সঙ্গে পকোড়া, আলুর দম, তরকারির ব্যবস্থা ছিল। শেষপাতে ছিল মিষ্টিমুখের ব্যবস্থা। প্রায় তিন হাজার জন এদিন ভোগ খেয়েছেন। 

    রামকৃষ্ণ পরমহংসদেব ১৮৮৬ সালে কাশীপুর উদ্যানবাটিতে এদিনই কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই তিথি পালনে বসুন্ধরার সদস্যরা গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করে। বসুন্ধরার সম্পাদক গৌতম সিংহ বলেন, প্রতিবছরই এখানে কল্পতরু উৎসব ঘটা করে হয়। আমরা এদিন মানুষকে অন্নসেবা দিয়েছি। ভেদাভেদ ভুলে সকল পুণ্যার্থীর জন্যই বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)