• প্রতিষ্ঠা দিবসে নদীয়ায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, ভাঙন বাম-কংয়ে
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: নদীয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন জায়গায় শাসকদলের কার্যালয়ে কেক কেটে, শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে ও দলীয় পতাকা তুলে দিনটি পালিত হয়। রক্তদান, রোগীদের ফল দেওয়ার মতো কর্মসূচিও হয়েছে।

    এদিন কালীগঞ্জ ব্লকের পলাশিতে শাসকদলের অফিসে রক্তদান শিবির আয়োজিত হয়।‌ শিবির শেষে ব্লকের বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের হাতে ফল তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, ব্লক সহ-সভাপতি জিয়াউর রহমান সহ অন্যরা। দেবব্রতবাবু বলেন, এদিন বিরোধী শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে যোগদান করেছেন।

    কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার নওপাড়া-২ অঞ্চল তৃণমূল কার্যালয়েও দিনটি পালিত হয়। সেখানে মন্ত্রী তথা বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। অঞ্চল সভাপতি জহির মণ্ডল বলেন, সিপিএম, কংগ্রেস ও সিপিআইএমএল(লিবারেশন)-এর ২০০ কর্মীসমর্থক তৃণমূলে যোগদান করেছেন।

    বুধবার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট মোড়ে তৃণমূলের পার্টি অফিসে পতাকা তোলেন ব্লক সভাপতি সমীর বিশ্বাস। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস সত্যনগরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর পাওয়া উপভোক্তাদের নিয়ে দলীয় পতাকা তোলেন।

    করিমপুর-১ ব্লকের তৃণমূল যুব সভাপতি সৌমিক সরকার বলেন, সমস্ত দলীয় কার্যালয়ে দলের পতাকা তোলা হয়েছে। তেহট্ট-১ ব্লক তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির ও মিছিল হয়। বিধায়ক তাপস সাহা এতে অংশ নেন। তেহট্ট-২ ব্লকের বার্নিয়ায় তৃণমূলের তরফে মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

    এদিন সকালে প্রাচীন মায়াপুরে দলের পতাকা তোলেন নবদ্বীপ শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ পাল। ক্লাব ব্যান্ড, সাঁওতালি নৃত্য, ভক্তিমূলক নাচ সহ উন্নয়নমূলক কাজের ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। এতে পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সহ অন্যরা অংশ নেন। বর্ষবরণের রাতে দলীয় কর্মীদের নিয়ে শান্তিপুর শহরের দুঃস্থ ও ভবঘুরে মানুষকে শীতবস্ত্র দান করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন, ২০২১ সাল থেকে এই কাজ করছি। শহরের যে সমস্ত নৈশ প্রহরী রাত জেগে শান্তিপুর শহর ও বিভিন্ন বাজার পাহারা দেন, তাঁদেরও শীতবস্ত্র দিয়েছি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)