সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার নরসিংহা হরিরহাট গ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী রাধাকুঞ্জ মিলন উৎসব। এবছর এই উৎসব সাত বছরে পড়ল। উৎসবকে ঘিরে নরসিংহা গ্রাম সহ পাশাপাশি গ্রামগুলিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বাসিন্দারা এই উৎসবের দিকে তাকিয়ে থাকেন। চার দিন ধরে চলা এই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ মিলিত হন। এই উৎসবকে সফল করতে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।
নরসিংহা রাধাকুঞ্জ মিলন উৎসব কমিটির উদ্যোক্তারা বলেন, প্রথম দিন শ্রীশ্রী গোপাল জিউয়ের আগমনের মধ্যে দিয়ে উৎসবে সূচনা হবে। ওই দিন ভাগবত গীতা পাঠ, কীর্তন, ভক্তিমূলক গান পরিবেশন, দুঃস্থদের কম্বল বিলির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। দ্বিতীয় দিন শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন ও তৃতীয় দিন শ্রীশ্রী শ্যামসুন্দর জিউয়ের আগমন হবে। শেষ দিন পসরা কীর্তন ও নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ১০ হাজার মানুষ ওই দিন ভোগ গ্রহণ করবে। এছাড়াও প্রতিদিন দুপুর ও রাতে বহু মানুষ ভোগ গ্রহণ করে। উদ্যোক্তারা বলেন, প্রতিদিন কীর্তন পরিবেশন হবে। শ্রেয়সী সরকার, সুরজিৎ বসু ও পদ্মপলাশ এক একদিন কীর্তন পরিবেশন করবেন। তাঁদের কীর্তন শোনার জন্য মানুষ মুখিয়ে আছে। সারা এালাকায় উৎসবের মেজাজ। সাজসাজ রব। বাঁধা হয়েছে উৎসবের মঞ্চ। চারদিক আলো দিয়ে সাজানো হয়েছে। প্রস্তুতি দেখতেও ভিড় জমছে আট থেকে আশি সবার। প্রতি বছর এই দিনটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। উৎসবের কদিন সকাল থেকে রাত ভক্তপ্রাণ মানুষের আনা গোনা লেগেই থাকে।
(রাধাকুঞ্জ মিলন উৎসব কমিটির সদস্যরা।-নিজস্ব চিত্র)