কৃষিদপ্তরের দেওয়া ভুট্টাবীজ নিয়ে সমস্যা, তিন সপ্তাহেও হয়নি গাছ
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিনামূল্যে পাওয়া সরকারি ভুট্টার বীজ জমিতে লাগিয়ে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আলিপুরদুয়ারের কৃষকরা। কারণ কৃষকদের অভিযোগ, জমিতে রোপণ করার তিন সপ্তাহ পরেও ওই সরকারি ভুট্টার বীজ থেকে আজও গাছ হয়নি। পরিস্থিতি বেগতিক বুঝে কৃষিদপ্তর সোমবার থেকে কৃষকদের ফের ভুট্টার নতুন বীজ দেওয়া শুরু করেছে।
কিন্তু তাতেও প্রশ্ন উঠেছে। কারণ এখন নতুন করে কৃষিদপ্তরের বীজ জমিতে লাগালে দেরিতে চাষ হবে। তবে পুরো জেলা নয়, সরকারি ভুট্টা বীজ লাগিয়ে ক্ষতির মুখে পড়েছেন ফালাকাটা ও আলিপুরদুয়ার-২ ব্লকের একাংশ কৃষক। যদিও কৃষিদপ্তরের সাফাই, ভুট্টা চাষের এখনও সময় আছে।
দপ্তর সূত্রে খবর, দুর্গাপুজোর আগে ভর্তুকিতে বিনামূল্যে জেলার ছ’টি ব্লকের কৃষকদের এই ভুট্টা বীজ দেওয়া হয়েছিল। যার যতটা দরকার সেইভাবেই কৃষকদের বীজ বিতরণ করা হয়েছিল। জেলায় মোটামুটিভাবে ১২ হাজার ভুট্টা চাষের এলাকা রয়েছে। কিন্তু সরকারি সেই ভুট্টা বীজ জমিতে লাগানোর তিন সপ্তাহ পরেও গাছ হল না বলে কৃষকদের একাংশের অভিযোগ। এর ফলে ফালাকাটার রাইচেঙ্গা, ময়রারডাঙা, ছোট শালকুমার ও সাতপুকুরিয়ার একাংশ কৃষক ক্ষতির মুখে পড়েছেন। একইভাবে ক্ষতির সম্মুখীন আলিপুরদুার-২ ব্লকের ভাটিবাড়ি, শামুকতলা, সাউদপাড়া ও খাটাজানির একাংশ কৃষক।
কৃষকদের কথায়, বর্তমানে বিভিন্ন রাসায়নিক সারের দাম উর্ধ্বমুখী। গোবর ও রাসায়নিক সার দিয়ে এক বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় প্রায় সাত হাজার টাকার মতো। বিঘা প্রতি এই টাকা খরচ করে বিনামূল্যে ভুট্টার সরকারি বীজ লাগিয়ে এখন তাঁরা ক্ষতির মুখে। কৃষকরা বলেন, এখন কৃষিদপ্তর নতুন বীজ দিলেও দেরিতে চাষের জন্য তাঁরা কতটা লাভবান হবেন, তা বুঝতে পারছেন না।
জেলা কৃষিদপ্তরের আধিকারিকরা কৃষকদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে তার রিপোর্ট ইতিমধ্যেই উপর মহলে পাঠিয়েছেন। জেলা কৃষি অধিকর্তা নিখিল মণ্ডল বলেন, একটি কোম্পানির ভুট্টা বীজ দেওয়া হয়েছিল কৃষকদের। মনে হচ্ছে ওই কোম্পানি নিম্নমানের বীজ দেওয়াতেই এই বিপত্তি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে রিপোর্ট পাঠানো হয়েছে। কৃষি অধিকর্তা আরও বলেন, কৃষকদের দুশ্চিন্তার কারণ নেই। কারণ ভুট্টা চাষের এখনও যথেষ্ট সময় আছে।