• ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে স্বাস্থ্য রক্ষার বার্তা দুই পুলিস কর্তার
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: সাইকেলে চেপে স্বাস্থ্য সচেতনার বার্তা। বছরের প্রথম দিন এমন ভূমিকায় দেখা দিলেন জলপাইগুড়ি এএসপি এবং ধূপগুড়ির এসডিপিও। সাইকেলে চেপে ঘুরলেন প্রায় ৩০কিমি পথ। ঢু দিলেন গ্রামে গ্রামে। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।

    বুধবার সকাল নাগাদ ডুয়ার্সের রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন লাল ও হলুদ জ্যাকেট পরিহিত এই দুই ব্যক্তি। পিছনে কনভয়। অনেকেই তাঁদের দেখে হাত নাড়লেন। তাঁরাও হাসিমুখে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন। কিন্তু এঁরা কারা? তাঁদের পিছনে কেন পুলিস ভ্যান ছুটছে? জানা গেল, একজন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ এবং অপরজন ধূপগুড়ির মহকুমা পুলিস আধিকারিক গেলসান লেপচা। স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতেই ধূপগুড়ি থেকে বানারহাট পর্যন্ত এই দুই আধিকারিকের এই সাইকেল যাত্রা। পাশাপাশি সাইকেল চালিয়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি সহ সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারও করেন তাঁরা। যদিও এদিন তাঁদের দেখে অবাক বনে যান অনেক পথচারী। কর্তাদের এই উদ্যোগ দেখে নিয়মিত সাইকেল চালানোর প্রতিজ্ঞা করেন অনেক পুলিস কর্মী। তবে হঠাৎ কেন এই উদ্যোগ? এএসপি হাসিমুখে জানালেন, সাইকেল চালানো স্বাস্থ্যের পক্ষে ভালো, তা আমরা সকালেই জানি। কিন্তু করি ক’জনে? 
  • Link to this news (বর্তমান)