নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ষবরণের রাতে অশান্তি ঘটানোর আগে শিলিগুড়ি পুলিস কমিশনারেটের বিভিন্ন থানা এলাকাতে অভিযান চালিয়ে একশো জনকে গ্রেপ্তার করল পুলিস। বিভিন্ন এলাকায় মদ্যপ অবস্থায় গণ্ডগোল পাকানো, মহিলাদের উত্যক্ত করার চেষ্টা থেকে শুরু করে একাধিক অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এই প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি পূর্ব রাকেশ সিং বলেন, আমরা প্রায় একশো জন ব্যক্তিকে এক রাতে গ্রেপ্তার করেছি। বড়সড় অশান্তির ঘটনা সেই অর্থে ঘটেনি।